• ঢাকা শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
logo
আ.লীগ-জাপাকে পুনর্বাসনের চেষ্টা চললে সরকারের বিরুদ্ধেও আন্দোলন: ইয়ামিন মোল্লা 
আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে (জাপা) পুনর্বাসনের চেষ্টা চললে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। শুক্রবার (১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ইয়ামিন মোল্লা বলেন, আগামীকাল (শনিবার) জাপার ডাকা সমাবেশ আওয়ামী লীগের রাজনীতি পুনরুত্থানের পরিকল্পনার অংশ, এই অপতৎপরতা বন্ধের জন্যই ছাত্র-জনতা জেগে উঠেছে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এসব অপতৎপরতার বিরুদ্ধে কিছুই করতে পারছে না। সরকারকে আওয়ামী লীগ, জাপাসহ তাদের দোসরদের বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করতে হবে। অবিলম্বে এই রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করতে হবে, যাতে তারা নির্বাচনে অংশ নিতে না পারে৷ আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কোনোভাবে পুনর্বাসনের চেষ্টা চললে সরকারের বিরুদ্ধেও আন্দোলন করা হবে বলে এ সময় হুঁশিয়ার করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি। ইয়ামিন মোল্লা বলেন, ডিএমপি কমিশনারসহ সবার প্রতি আহ্বান আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ তাদের দোসরদের যেন রাজনৈতিক সমাবেশের অনুমতি না দেওয়া হয়। আওয়ামী লীগের নেতারা যদি জেলে থাকে, তাদের দোসর জাপার নেতাদেরও জেলে থাকতে হবে।  সংবাদ সম্মেলনে আগামীকাল শনিবার বেলা ১১টায় জাতীয় পার্টির সব কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। আরটিভি/এসএইচএম/এআর  
৬ ঘণ্টা আগে

নির্মাতার অভিযোগ নিয়ে মুখ খুললেন ববি
টাকা নিয়েও নাকি ‘আমার হৃদয়ের কথা’ সিনেমায় কাজ করেননি চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এ কারণে প্রযোজনা প্রতিষ্ঠানের ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে— সম্প্রতি তার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন সিনেমাটির নির্মাতা জয় সরকার। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ববি।  এ প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমে চিত্রনায়িকা বলেন, যে সিনেমার সাইনিং মানি নিয়ে অভিযোগ করছেন তিনি, সেটা করোনার আগের ঘটনা। এরপর বহুবার তারা আমার শিডিউল নিয়েও শুটিং করেননি। আমি তো শিডিউল ফাঁকা রাখা সত্ত্বেও তারা শুটিং করেননি। সেক্ষেত্রে আমার কী করার আছে?  ববি আরও বলেন, এসবের মাঝেই আদম পাচারের কথা শোনায় আমি ভয় পেয়ে যাই। বিষয়টি জানতে প্রযোজকের সঙ্গে আলাপও করেছি। তবে পুনরায় সিনেমাটির জন্য প্রপার ওয়েতে শিডিউল দিলে অবশ্যই কাজটি করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।   অন্যদিকে বিষয়টি নিয়ে গণমাধ্যমে নির্মাতা জয় বলেন, ৪ লাখ টাকা অগ্রিম নিয়েও সিনেমাটি করেননি ববি। সে কারণে প্রযোজকের ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। বিষয়টি নিয়ে লোক মারফত ববির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও আমাকে পাত্তা দেননি তিনি। আমি প্রযোজকের সঙ্গে কথা বলেছি। উনি আমাকে ডকুমেন্টস দিলে আমরা ববির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। আরটিভি/এইচএসকে/এসএ  
১৭ অক্টোবর ২০২৪, ১৯:১৩

এবার পরিচালকের বিরুদ্ধে অভিনেতাকে মারধরের অভিযোগ
কিছুদিন আগেই নির্মাতাকে মারধর করেছেন নায়িকা ববি। সেই রেশ কাটতে না কাটতেই এবার নির্মাতা ইয়ামিন এলানের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে অভিনয় শিল্পী সংঘে অভিযোগ জানিয়েছেন অভিনেতা মাসুম রেজওয়ান। সেইসঙ্গে জানিয়েছেন নির্মাতার কাছে নাটকের পারিশ্রমিকও বকেয়া রয়েছে তার, যা শোধ করতে গড়িমসি করছেন অভিযুক্ত পরিচালক। সংঘের কাছে দেওয়া লিখিত অভিযোগে মাসুম রেজওয়ান বলেছেন, গত মাসের ১৭-১৮ তারিখে আমি ইয়ামিন এলানের একটি নাটকের শুটিং করি, যেটিতে আমার সহশিল্পী ছিলেন সামিয়া অথৈ। শুটিং শেষ করলেও সেটির পেমেন্ট পাইনি আমি। পরিচালকের সঙ্গে বারবার যোগাযোগ করলে তিনি পরে দেবেন বলে আমাকে জানান। এরপর ঈদের দিন তার সঙ্গে আমার দেখা হয়। সেসময় চা খেতে খেতে তিনি আমাকে জানালেন যে, সামিয়া অথৈ নাকি তার ওপর ক্রাশ খেয়েছেন, তাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন। আমি শুধু শুনেছি এই বিষয়ে আমি কোনো রিয়েকশন দিইনি। কারণ, তার নামে অনেক অভিনেত্রীরই নানান অভিযোগ শুনেছি আমি, সব নায়িকাদেরই নাকি তিনি ‘প্রস্তাব’ দেন। এরপর আমি যখন সামিয়াকে জানালাম বিষয়টি, তখন সে পরিচালকের কথাগুলোকে বানোয়াট বলে। তখন তাকে আমি এটাও জানাই যে, পরিচালক আগে দুটি বিয়ে করেছিলেন, তার সন্তানও রয়েছে তবুও তিনি নিজেকে সব নায়িকার কাছে সিঙ্গেল দাবি করেন। তখন সামিয়া আমাকে এই পরিচালকের সঙ্গে আর কথা বলতে না করেন। এই বিষয়গুলো জানাজানি হওয়ার পরপরই ইয়ামিন এলান আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমাকে দেখা করতে বলে কিন্তু আমি দেখা করিনি। এরপর গত শুক্রবার আমার ছোট ভাইকে সঙ্গে নিয়ে সামিয়ার সঙ্গে দেখা করি মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটির সামনে। সামিয়ার গাড়ির ভেতরে বসে আমরা দুজন কথা বলছিলাম, এ সময় সেই পরিচালক গাড়িতে অনেক সন্ত্রাসী ছেলে-পেলে নিয়ে এসে আমাকে মারধর শুরু করে। আমার গলা, বুকে ও হাতে প্রচণ্ড আঘাত পাই। আমার পাঞ্জাবি ছিঁড়ে ফেলে, মানিব্যাগ নিয়ে যায়। এরপর আমাকে টেনে তাদের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি ধাক্কা দিয়ে পালিয়ে যাই। এদিকে সংবাদমাধ্যমকে ইয়ামিন এলান বলেন, মাসুম যে অভিযোগ করেছে এটা পুরোপুরি সত্য নয়। এই ছেলে একজনের মোবাইল চুরি করেছিলেন এবং যার মোবাইল চুরি করেছিলেন ঘটনার দিন সেসহ আমাদের একসঙ্গে দেখে পালানোর চেষ্টা করেন। আমি কাউকে কোনো মারধর করিনি। বরং তার নামেই অনেক অভিযোগ রয়েছে যেগুলো সময় হলে প্রমাণসহ সামনে আনব। আরও বলেন, অভিনয় শিল্পী সংঘের দায়িত্বশীল পর্যায় থেকে আমাকে ফোন করা হয়েছিল। তারা আমাদের দুজনের সঙ্গে বসবেন। সেখানেই সত্য-মিথ্যর প্রমাণ হবে। বিষয়টি নিয়ে অভিনয়য় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, অভিযোগ পেয়েছি। খুব শিগগিরই বিষয়টি নিয়ে আমরা দুই পক্ষকেই ডেকে অভিযোগটির তদন্ত করব এবং যা সিদ্ধান্ত হয় জানাব।
০৩ জুলাই ২০২৪, ১৫:৩২

গোপন বিয়ের খবর ফাঁস, প্রতিক্রিয়ায় যা বললেন ববি
‘নির্মাতাকে পিটিয়েছেন নায়িকা’ এমন খবর এখনও তাজা দেশের শোবিজাঙ্গনে। এর মধ্যেই ফাঁস হলো সেই নায়িকা ইয়ামিন হক ববির গোপন বিয়ের খবর। তবে বিষয়টিকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন তিনি। গণমাধ্যমকে ববি বলেন, এগুলো পুরোপুরি মিথ্যা সংবাদ। আমার সম্মান ক্ষুণ্ন করার জন্য কেউ এগুলো ছড়াচ্ছে। সবাইকে আহ্বান করবো, এসব গুজবে কান না দেওয়ার জন্য। এর আগে জানা যায়, গোপনে বিয়ে করেছেন আলোচিত এই নায়িকা। বরের নাম আবুল বাশার। পেশায় তিনি একজন ব্যবসায়ী। ঈদের সপ্তাহখানেক আগে একটি শুটিংয়ে ববি তার বরকে নিয়ে হাজির হলে, ঘনিষ্ঠজনরা প্রথম তার বিয়ের খবরটি জানতে পারেন।  সিনেমা সংশ্লিষ্ট অনেকেই জানিয়েছেন, শুটিং স্পটে হাজির হওয়ার পর দু’একজনের সঙ্গে ববি তার স্বামীকে পরিচয়ও করিয়ে দেন। তবে বিষয়টি যাতে বাইরে জানাজানি না হয়, সেদিকেও সজাগ ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোপন কথাটি আর গোপন থাকলো না। প্রকাশ্যেই চলে এলো। প্রসঙ্গত, এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ববি অভিনীত সিনেমা ‘ময়ূরাক্ষী’। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে এটি পরিচালনা করেছেন রশীদ পলাশ। এতে ববির বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল প্রমুখ অভিনয় করেছেন।
০১ জুলাই ২০২৪, ১৩:৫২

‘ময়ূরাক্ষী’ নিয়ে যে হতাশার কথা জানালেন ববি
দীর্ঘদিন পর এই ঈদে ‘ময়ূরাক্ষী’ সিনেমা দিয়ে পর্দায় ফিরেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তবে সিনেমাটি সেভাবে আলোড়ন তুলতে পারেনি। কারণ হিসেবে সবাই শাকিব খানের ‘তুফান’ সিনেমার কথা বললেও নায়িকার মুখে শোনা গেলো ভিন্ন কথা।  সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ববি বলেন, সিনেমা মুক্তির আগে আমাকে জানানো হয়েছে ১৫ থেকে ১৬টি হলে মুক্তি পাবে। কিন্তু ঈদের আগের দিন জানতে পারি, মাত্র ২টি হলে মুক্তি পাবে। ডিস্ট্রিবিউশন পলিসিটাই নির্মাতা বুঝতে পারেননি।  তিনি আরও বলেন, সিনেমায় এত সুন্দর গান রয়েছে অথচ মাত্র একটি গান রিলিজ করা হয়েছে। শেষ পর্যন্ত ট্রেলারটিও রিলিজ করেননি। জীবনে প্রথমবার এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এই চিত্রনায়িকা বলেন, হল থেকে বেরিয়ে সবাই সিনেমাটির প্রশংসা করলেও কেউ কেউ জানিয়েছেন হতাশার কথা। বলেছেন, আমার চরিত্রের ব্যাপ্তি আরও প্রয়োজন ছিল। তাদের সঙ্গে আমিও হতাশ। কারণ, এই সিনেমার গল্প একজন নায়িকাকে নিয়ে। আর যাকে নিয়ে গল্প, তাকেই যদি পর্দায় এস্টাবলিশ না করা হয়, তাহলে এর সার্থকতা কোথায়? গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি পরিচালনা করেছেন রশীদ পলাশ। এতে ববির বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল প্রমুখ অভিনয় করেছেন।
২৬ জুন ২০২৪, ১৯:৪৭

ভোট না দিতে পারায় আফসোস ববির
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে উদ্দীপনা কম নয়। এই তালিকায় রয়েছেন দেশের শোবিজ তারকারাও। ভোটাররা নিজ নিজ কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। এদিকে ভোট না দিতে পারায় ব্যাপক আফসোস প্রকাশ করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।  চিত্রনায়িকা বলেন, ভোট দেওয়া নাগরিক অধিকার। কোনোভাবেই এটা মিস করা উচিত নয়।  ববি ঢাকা-১৮ আসনের ভোটার। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্যদের মতো এই নায়িকারও আগ্রহ রয়েছে। তবে ভোট দেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও ভোট দিতে পারবেন না তিনি।   জানা গেছে, গত ৩ জানুয়ারি থেকে মা এবং বোনের সঙ্গে অস্ট্রেলিয়া অবস্থান করছেন ববি। তারও দুই মাস আগে বিমানের টিকিট কনফার্ম করা ছিল তাদের।  মূলত এ কারণে ইচ্ছে থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না এই নায়িকা। শুধু তাই নয়, ভোট না দিতে পারায় ভীষণ আফসোসও করেন তিনি।  এ প্রসঙ্গে ববি বলেন, ভোট দেওয়া নাগরিক অধিকার। কোনোভাবেই সেটি মিস করা উচিত নয়। তবে কিছু করার নেই। দুই মাস আগে টিকিট কেটেছিলাম।  তিনি আরও বলেন, তখন নির্বাচনী তফসিলও ঘোষণা করা হয়নি। তখন যদি জানতে পারতাম তাহলে এক সপ্তাহ পিছিয়ে টিকিট নিতে পারতাম। যাই হোক এটি আমার জন্য দুর্ভাগ্য। 
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৪১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়